Country

2 weeks ago

Narendra Modi :৩-দিনের আমেরিকা সফর শেষ, মাতৃভূমির উদ্দেশ্যে ফিরছেন প্রধানমন্ত্রী মোদী

After 3-day US visit, PM Modi is returning to motherland
After 3-day US visit, PM Modi is returning to motherland

 

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর : আমেরিকায় ৩-দিনের সফর শেষে মাতৃভূমির উদ্দেশ্যে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১-২৩ সেপ্টেম্বর আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফল আমেরিকা সফর শেষে মঙ্গলবার দিল্লিতে ফিরছেন মোদী।

৩-দিনের এই সফরে কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সামিট অফ দ্যা ফিউচারে অংশ নেন মোদী। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানেও অংশ নেন।

You might also like!