চেন্নাই, ২২ আগস্ট : তামিল অভিনেতা ও তামিলগা ভেত্রি কাজহাগাম (টিভিকে) দলের প্রধান বিজয় বৃহস্পতিবার চেন্নাইয়ের দলীয় কার্যালয় থেকে নিজস্ব দলের পতাকা ও প্রতীক উন্মোচন করেছেন। দলীয় পতাকা ও প্রতীক উন্মোচন করার পর সমানাধিকারের ওপর জোর দিয়েছেন তিনি। অভিনেতা তথা রাজনীতিক বিজয় বলেছেন, "আমরা সর্বদা সেই সমস্ত সংগ্রামীদের প্রশংসা করব যারা আমাদের দেশের মুক্তির জন্য লড়াই করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন ও অগণিত সৈনিক যারা তামিল ভূমি থেকে আমাদের জনগণের অধিকারের জন্য অক্লান্ত লড়াই করেছেন। আমি জাতি, ধর্ম, জন্মস্থান, লিঙ্গের নামে পার্থক্য দূর করব।"
অভিনেতা বিজয় আরও বলেছেন, "জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও সবার জন্য সমান সুযোগ এবং সমান অধিকারের জন্য সংগ্রাম করব। আমি দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করছি, সমস্ত জীবের জন্য সমতার নীতিকে সমুন্নত রাখব।" অভিনেতা বিজয় আরও বলেছেন, "আমি জানি আপনারা সবাই আমাদের প্রথম জাতীয় সম্মেলনের জন্য অপেক্ষা করছেন। এ জন্য প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই আমি এই ঘোষণা করব। তার আগে আমি আজ আমাদের দলের পতাকা উন্মোচন করেছি। আমি খুব গর্বিত বোধ করছি... আমরা তামিলনাড়ুর উন্নয়নে একসঙ্গে কাজ করব।