Country

6 months ago

Lalu Prasad Yadav : লালু যাদবের সঙ্গে দেখা করলেন অভিনেতা মনোজ বাজপেয়ী

Manoj Bajpai met Laluprasad Yadav

 

পাটনা , ১৮ সেপ্টেম্বর  : প্রখ্যাত বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী পটনায় আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদবের সঙ্গে দেখা করেছেন। তেজস্বী যাদব টুইট করে এখবর জানিয়েছেন। তেজস্বী যাদব জানিয়েছেন, চলচ্চিত্র অভিনেতা মনোজ বাজপেয়ী শনিবার রাতে তার বাবা লালু যাদবের সঙ্গে দেখা করেন এবং তার স্বাস্থ্যের খোঁজ নেন।

টুইট করে তেজস্বী যাদব খোলাখুলি মনোজ বাজপেয়ীর প্রশংসা করেছেন। তিনি টুইট করে লিখেছেন, মনোজ বাজপেয়ী তাঁর কঠোর পরিশ্রম ও যোগ্যতার জোরে বলিউডে বিহারের নাম তুলেছেন। তেজস্বী তাঁকে হিন্দি সিনেমার একজন সুপরিচিত অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, লালুপ্রসাদ যাদব গুরুতর অসুস্থ রয়েছেন। তার বয়স প্রায় ৭৫ বছর। কিডনি ছাড়াও তার অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে। লালু যাদব এখন কিডনি প্রতিস্থাপনের জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

You might also like!