দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মঙ্গলবার ভোরে বিপত্তি ঘটালেন বলিউড অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দ। নিজের রিভলভার থেকে হঠাৎই পায়ে গুলি লেগে যায় তাঁর। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি বিপন্মুক্ত। তাঁর ম্যানেজার জানিয়েছেন, এখন তিনি সুস্থ আছেন।
গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংবাদ সংস্থাকে বলেন, ‘‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। ওঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।’’
সংবাদসংস্থা সূত্রে খবর, আনুমানিক ভোর ৪. ৪৫ মিনিটে অঘটন ঘটে। ৬০ বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। গুলি ছুটে এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে বিশদে এখনও কিছু জানানো হয়নি।