Country

1 year ago

Lumding rly track: অসমে সক্ৰিয় গাড়ি চোরচক্র, লামডিং রেলওয়ে ট্র্যাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার আমগুড়ির চালক

Active car theft gang in Assam, Amguri driver rescued unconscious on Lamding railway track
Active car theft gang in Assam, Amguri driver rescued unconscious on Lamding railway track

 

হোজাই (অসম), ৬ জুন: অসমে পুনরার সক্ৰিয় হয়ে উঠেছে গাড়ি চোরচক্র। গাড়ি চোরচক্ৰের কবলে পড়ে সৰ্বস্বান্ত হয়েছেন শিবসাগর জেলার অন্তর্গত আমগুড়ির জনৈক চালক।

জানা গেছে, এএস ০৩ এফ ৫৪৮৪ নম্বরের ডাটসান রেডি গ মডেলের চার চাকার গাড়ি চুরি করে আমগুড়ির বাসিন্দা চালক পলাশ দত্তকে লামডিং স্টেশনের কাছে রেলওয়ে ট্র্যাকের ওপর মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে গা ঢাকা দিয়েছে চোরচক্র। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রের খবর, যাত্রী নিয়ে লামডিং এসেছিলেন পলাশ দত্ত। তিনি লামডিং রেলস্টেশনে ভাত খান। এর পর সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। সেখান থেকে তাকে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পরে তাঁর মাথায় আঘাত করে রেলওয়ে ট্র্যাকে ফেলে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় চোরের দল।

এদিকে, পুলিশ আহত পলাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভরতি করেছে। গাড়ির সন্ধানে পুলিশ তালাশি-অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

গাড়ি চালিয়ে পরিবারের ভরণপোষণকারী পলাশ দত্তের উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।

You might also like!