দ্বারকা, ২৯ সেপ্টেম্বর : শনিবার মাঝরাতে দ্বারকায় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু ৭ জনের। আহত একাধিক।
জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে গুজরাটের দ্বারকা-খামবালিয়া জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁদের তরফে জানানো হয়েছে, শনিবার মাঝরাতে দ্বারকা-খামবালিয়া জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই পুলিশ প্রশাসনের আধিকারিকরা পৌঁছয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।