Country

1 week ago

Delhi : ভারত ও শ্রীলঙ্কার নৌবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার প্রায় ৫০০ কেজি মাদকদ্রব্য

Indian Navy
Indian Navy

 

নয়াদিল্লি, ২৯ নভেম্বর : ভারতীয় নৌবাহিনী এবং শ্রীলঙ্কার নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি মাদকদ্রব্য উদ্ধার করলো। দুটি নৌকা থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, শ্রীলঙ্কার নৌবাহিনীর কাছ থেকে তথ্য পেয়ে তার ভিত্তিতে অভিযান চালানো হয়। শ্রীলঙ্কার পতাকা লাগানো মাছ ধরার নৌকায় এই মাদক চোরাচালানের খবর মিলেছিল। বাজেয়াপ্ত মাদকদ্রব্য-সহ নৌকা দুটি এবং অভিযুক্তদের বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের শ্রীলঙ্কা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

You might also like!