নয়াদিল্লি, ৫ এপ্রিল : ওয়াকফ সংশোধনী বিল যখন আইনে পরিণত হওয়ার অপেক্ষায়, তখন এই বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আম আদমি পার্টির বিধায়ক তথা দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানাতুল্লাহ খান। সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে শনিবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান। এএপি বিধায়ক তথা দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের দাবি, কেন্দ্রীয় সরকার যে বিল পাশ করিয়েছে, তাতে মুসলিমদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকার খর্ব হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘‘এই বিল নির্বিচারে ওয়াকফের উপর হস্তক্ষেপ করে।’’ তিনি আরও জানান, ‘‘সংখ্যালঘুরা তাঁদের ধর্মীয় এবং দাতব্য প্রতিষ্ঠান পরিচালনার অধিকার হারাচ্ছে এই বিলের ফলে।’’ উল্লেখ্য, সংসদের দুই কক্ষেই পাস হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। এ বার তা পাঠানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি সই করলেই আইনে পরিণত হবে ওই বিল। সংসদে বিলটি নিয়ে দীর্ঘ বিতর্কের পরে ভোটাভুটিতে পাশ হয় বিল। দুই কক্ষেই প্রত্যাশিতভাবেই ওয়াকফ সংশোধনী বিল পাস হয়।