Country

1 month ago

Sushil Gupta: হরিয়ানায় ৯০টি আসনের জন্যই ভোট-প্রস্তুতিতে এএপি : সুশীল গুপ্তা

Sushil Gupta
Sushil Gupta

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোট গুঞ্জনের মধ্যেই হরিয়ানার ৯০টি আসনের জন্য ভোটের প্রস্তুতি নেমে পড়েছে আম আদমি পার্টি (এএপি)। সোমবার এমনটাই জানিয়েছেন হরিয়ানায় এএপি-র সভাপতি সুশীল গুপ্তা। একইসঙ্গে তিনি বলেছেন, হাইকমান্ডের থেকে আমরা জোটের বিষয়ে কোনও খবর পাইনি।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে এবার জোট করে লড়তে পারে এএপি ও কংগ্রেস, দুই দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য এখনও এই জোট সম্পর্কে কিছু মন্তব্য করা হয়। এই পরিস্থিতিতে সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরিয়ানায় এএপি-র সভাপতি সুশীল গুপ্তা বলেছেন, আজ যদি জোট সম্পর্কে কোনও আমরা কিছু না জানতে পারি, তাহলে আমরা সন্ধ্যার মধ্যেই ৯০টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দেবো।"

You might also like!