Country

10 months ago

Bansuri swaraj campaign: এএপি ও কংগ্রেসের জোট অস্বাভাবিক : বাঁসুরি স্বরাজ

AAP-Congress alliance is unusual: Bansuri Swaraj
AAP-Congress alliance is unusual: Bansuri Swaraj

 

নয়াদিল্লি, ১৬ মে: আম আদমি পার্টি ও কংগ্রেসের জোটকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী বাঁসুরি স্বরাজ। তাঁর মতে, এএপি ও কংগ্রেসের জোট অস্বাভাবিক। তিনি আরও বলেছেন, "যখনই কংগ্রেস ক্ষমতা হারিয়েছে, এএপি তা ছিনিয়ে নিয়েছে, সেটা পঞ্জাব হোক অথবা দিল্লি।" পঞ্চম দফায় আগামী সোমবার দিল্লিতে ভোটগ্রহণ, এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততায় সমস্ত দলের নেতৃবৃন্দ।

নতুন দিল্লি লোকসভা আসনের বিজেপি প্রার্থী হলেন বাঁসুরি স্বরাজ, বৃহস্পতিবার সকালে তিনি আজমল খান পার্কে নির্বাচনী প্রচার চালান। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। বাঁসুরি এদিন বলেছেন, "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজ সন্তানদের শপথ করে বলেছিলেন, তিনি কখনই কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। এখন, এই জোট তাঁর বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে... এই জোট বড় চ্যালেঞ্জ নয়, কারণ দিল্লির জনগণ উন্নয়ন, প্রধানমন্ত্রী মোদী এবং 'বিকশিত ভারত'-কে ভোট দেবে।"


You might also like!