Country

8 months ago

দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় ঝাড়খণ্ড থেকে ধৃত আকাশ করকে আনা হলো আগরতলায়

murder (symbolic picture)
murder (symbolic picture)

 

আগরতলা, ১১ মে ঃ আগরতলা শহরের কাছে ঊষাবাজারের ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত আকাশ করকে ঝাড়খণ্ড থেকে শনিবার আগরতলায় নিয়ে আসা হয়েছে। আগরতলা জিবি হাসপাতালে তার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার আকাশকে গ্রেফতার করার জন্য ত্রিপুরা পুলিশের একটি টিম ঝাড়খণ্ড গিয়েছিল। সেখানে তাকে গ্রেফতার করার পর ট্র্যানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসা হয় শনিবার।

এই হত্যা মামলায় সুস্মিতা সরকার ও প্রদ্যুৎ ধর চৌধুরীকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। এর পর পুলিশ ধরপাকড় শুরু করে। কলকাতা থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, আগরতলা শহরের কাছে ঊষাবাজারস্থিত ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে মঙ্গলবার সন্ধ্যারাতে শালবাগান বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে৷ মূলত নিগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে৷

শহরতলিতে সন্ধ্যারাতে গ্যাংওয়ারের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে৷ ওইদিন রাতে গুলির শব্দ শুনে আশপাশের লোকজন বেরিয়ে আসেন৷ খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুর্গাপ্রসন্ন দেবের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ নিহত ব্যক্তির মাথায় গুলি করা হয়েছিল৷ মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে৷ মৃত ব্যক্তির স্ত্রী বেশ কয়েকজনের নামধাম বলেছেন যারা এই ঘটনার সাথে জড়িত৷ তিনি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ পাশাপাশি তাঁর আরও অভিযোগ, বহু আগে থেকেই তার স্বামীকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল৷

You might also like!