Country

3 weeks ago

Delhi Murder : উত্তর-পূর্ব দিল্লিতে যুবককে কুপিয়ে খুন, পুলিশ হেফাজতে দুই সন্দেহভাজন

Murder (symbolic picture)
Murder (symbolic picture)

 

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর : উত্তর-পূর্ব দিল্লিতে এক যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকার ঘটনা। এই খুনের ঘটনায় দুই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তাঁদের ছেলের।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ৫-৬ জন যুবকের সঙ্গে ওই যুবকের বাদানুবাদ হয়। এরপর তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খুনের ঘটনায় দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত যুবকের দাদা জানিয়েছেন, খাজুরি এলাকায় আমি চুল কাটাচ্ছিলাম। সেই সময় আমার এক সহকারী এসে বলে, কয়েকজন যুবক আমার ভাইকে মারধর করছে। দুষ্কৃতীদের সঙ্গে এক-দু'জন মেয়েও ছিল। আমাকে দেখতে পেয়েই সবাই পালিয়ে যায়। একজনকে ধরেও ফেলেছিলাম, কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়।


You might also like!