Country

3 weeks ago

Fire kills women in Delhi: পূর্ব দিল্লির শাকারপুরে বাড়িতে আগুন লেগে মৃত্যু এক মহিলার, সুরক্ষিত উদ্ধার ২৬ জন

A woman died in a house fire in East Delhi's Shakarpur
A woman died in a house fire in East Delhi's Shakarpur

 

নয়াদিল্লি, ১৪ নভেম্বর: পূর্ব দিল্লির শাকারপুরে একটি আবাসিক ভবনে আগুন লেগে প্রাণ হারালেন এক মহিলা। এই অগ্নিকাণ্ডে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ২৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে শাকারপুর এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবনে আগুন লাগে।

খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। ভবনের পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়, পরে সেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। কিছু মানুষ প্রাণ বাঁচাতে জানলা থেকে লাফ দেন। মৃত্যু হয়েছে এক মহিলার ও ২৬ জনকে উদ্ধার করা হয়েছে, দু'টি পোষ্য প্রাণীকেও উদ্ধার করা হয়েছে।

You might also like!