দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নারীর না কি কেশ ই বেশ!টেলিভিশনের সূচনায় যখন বিজ্ঞাপনের চল শুরু হল তখন থেকে শুরু করে আজ পর্যন্ত চুলের তেল ,শ্যাম্প্ বা ডাই সব ক্ষেত্রেই দেখা যায় নারী চরিত্র কে। তবে বর্তমানে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আই সমস্ত প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপনে নারীদের পাশাপাশি আজকাল পুরুষদের ও সমান ভাবে দেখা যাচ্ছে। যা প্রশংসনীয় তো বটেই , খানিক আলাদা চিন্তনের ও তা প্রকাশ বটে।
তেমনই চলতি হাওয়ার পরিপন্থী হয়ে বিশ্বের সবথেকে লম্বা চুল রাখার জন্য গিনেস বুকে নাম তুলল উত্তরপ্রদেশের এক কিশোর।তবে পুরুষদের মধ্যেই এই রেকর্ড গড়েছে সে।
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বাসিন্দা বছর ১৫-র শিখ কিশোরের নাম সিদাকদীপ সিং চাহাল। ধর্মীয় রীতির কারণেই জন্মের পর থেকে কখনই চুল কাটেনি সে। দেড় দশক ধরে বাড়তে বাড়তে সেই চুলের দৈর্ঘ্য এখন ৪ ফুট ৩ ইঞ্চি। যা একজন পুরুষ হিসেবে বিশ্বের সবচেয়ে লম্বা চুল। এই কারণেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তার। গিনেস কর্তৃপক্ষ একটি ভিডিও পোস্ট করেছে ইউটিউবে। যা এই সময়ে রীতিমত ভাইরাল। কিশোরের চুল দেখে অবাক সকলে। লম্বা তো বটেই, পাশাপাশি নিয়মিত পরিচর্যায় ঝলমল করছে চুল।
গিনেস বুকে নাম ওঠায় দারুন খুশি কিশোর সিদাকদীপ। সে বলেছে, “আমি শিখ ধর্মাবলম্বী। আমাদের ধর্মে চুল কাটা নিষেধ। এই ধরনের লম্বা চুল পাওয়ার জন্য অনেক যত্ন নিতে হয়েছে চুলের। আমার পরিবারের সমর্থন না থাকলে বিষয়টি কখনওই সম্ভব হত না। ছোটবেলা থেকেই আমার মা আমার চুলের পরিচর্চা করতেন।”