Country

2 weeks ago

Odisha road accident: ওডিশার জাজপুরে অটোতে ধাক্কা বেপরোয়া ট্রাকের; এক শিশু-সহ মৃত দুই, আহত ৫ জন

A reckless truck hit an auto in Odisha's Jajpur; 2 dead, 5 injured, including a child
A reckless truck hit an auto in Odisha's Jajpur; 2 dead, 5 injured, including a child

 

ভুবনেশ্বর, ২১ নভেম্বর: ওডিশার জাজপুরে অটোতে সজোরে ধাক্কা মারল বেপরোয়া একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় এক শিশু-সহ মৃত্যু হয়েছে দু''জনের। আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে জাজপুরের পানিকোইলি ব্লকে শর্মা হোটেলের কাছে জাতীয় সড়কের ওপর। সংঘর্ষের অভিঘাতে অটোটি ভেঙে তুবড়ে যায়।

নিহতরা হল - ১২ বছরের এক নাবালিকা ও ৭ বছরের এক শিশু। পুলিশ জানিয়েছে, ভদ্রকের বাসিন্দা একই পরিবারের ৭ জন সদস্য ভগবান জগন্নাথের দর্শনের জন্য পুরীতে যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।


You might also like!