Country

6 months ago

Wular Lake beautification: প্রশান্তি ও সৌন্দর্যের মিলনস্থল, পর্যটক টানতে সেজে উঠছে কাশ্মীরের উলার হ্রদ

Wular Lake beautification
Wular Lake beautification

 

শ্রীনগর, ১৬ মে: প্রশান্তি ও সৌন্দর্যের মিলনস্থল, এই শব্দও বোধ হয় পর্যাপ্ত নয়। কথা হচ্ছে জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ-কে নিয়ে। পর্যটনকে উৎসাহিত করতে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সাজিয়ে তোলার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে উলার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। এশিয়ার বৃহত্তম এই প্রাকৃতিক হ্রদের সৌন্দর্যের প্রতি পর্যটকদের আকৃষ্ট করার জন্য বড়সড় পরিকল্পনা তৈরি করা হয়েছে, এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ নিশ্চিত করা।

পর্যটকদের সুবিধার জন্য ডাল লেকের মতোই শিকারার ব্যবস্থা করা হয়েছে এবং লেক দেখার জন্য একটি চমৎকার "ভিউপয়েন্ট"ও তৈরি করা হয়েছে। কাশ্মীরের প্রাণকেন্দ্রে প্রশান্তি ও সৌন্দর্যের সন্ধানকারী পর্যটকদের জন্য উলার লেক একটি পছন্দের গন্তব্য হিসাবে আবির্ভুত হতে চলেছে।

You might also like!