Country

8 months ago

Cooch Behar:চ্যাংরাবান্ধায় ভারত বাংলাদেশ সীমান্তের ভুট্টাখেতে আগুন

A fire broke out in the maize field at the Changrabandha border between India and Bangladesh
A fire broke out in the maize field at the Changrabandha border between India and Bangladesh

 

চ্যাংরাবান্ধা: কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তের ভুট্টাখেতে আগুন ।

স্থানীয় লোকজন জানান, এদিন তাঁরা চ্যাংরাবান্ধা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়ার ওপাশের জমিতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠতে দেখেন। এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্ত সংলগ্ন চ্যাংরাবান্ধা-ভোটবাড়ি এলাকায়। বিএসএফ এবং স্থানীয়দের তরফে মেখলিগঞ্জ দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

You might also like!