Country

1 year ago

Uttar Pradesh:উত্তরপ্রদেশের লখনউতে একটি তিনতলা আবাসনে আগুন, কেউ আহত হয়নি

A fire broke out in a three-storey residence in Uttar Pradesh's Lucknow
A fire broke out in a three-storey residence in Uttar Pradesh's Lucknow

 

লখনউ, ৪ ফেব্রুয়ারি  : উত্তরপ্রদেশের লখনউতে একটি তিনতলা আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে। যদিও এই আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শনিবার গভীর রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনাটির তথ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মুখ্য দমকল আধিকারিক মঙ্গেশ জানিয়েছেন, তিনতলা আবাসনের পার্কিং এলাকায় আগুন লেগে সেখানে পার্ক করা গাড়ি ও বাইকসহ বেশিরভাগ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। লখনউয়ের চক থানার সীমানায় রাজা বাজার মোড়ে এই আবাসনটি অবস্থিত। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ওই আবাসনের পার্কিং এলাকায় আগুন লেগেছে বুঝতে পেরে দমকল বিভাগ এবং পুলিশে খবর দেয়। দমকল বিভাগের ২টো ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

You might also like!