Country

1 year ago

A fire broke out at a tent godown : দিল্লির রাজৌরি গার্ডেনে তাঁবুর গোডাউনে আগুন

A fire broke out at a tent godown
A fire broke out at a tent godown

 

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর  : রবিবার মধ্যরাতে রাজৌরি গার্ডেনের বিশাল এনক্লেভের কাছে একটি তাঁবুর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে রবিবার দমকল বিভাগ জানিয়েছে। যদিও আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তারা জানিয়েছে। দমকল বিভাগের মতে, রাত ১ টা নাগাদ আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকলের ২৫চি ইঞ্জিন ঘটনাস্ছলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে দেড় ঘণ্টা সময় লেগেছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

You might also like!