জম্মু, ৫ জুন : কাশ্মীর উপত্যকার পর্যটন কেন্দ্র গুলমার্গের একটি পাহাড়ে অবস্থিত একটি মন্দিরে আগুন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। আধিকারিকরা জানিয়েছেন, রানি মন্দির নামে পরিচিত শিব মন্দিরে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের গাড়ি। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও মন্দিরটি রক্ষা করা যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
মন্দিরটি পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল কারণ এটি আপ কি কসম-এর হিট গান জয় জয় শিব শঙ্কর সহ বলিউডের অনেক চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে। দমকল আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।