দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিকশিত ভারত প্রত্যেক ভারতবাসীর উচ্চাকাঙ্খা। নীতি আয়োগের বৈঠকে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, রাজ্যগুলি এই লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা পালন করতে পারে, কারণ তাঁরা সরাসরি জনগণের সাথে সংযুক্ত রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়। রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই বৈঠকে বিকশিত ভারত @ ২০৪৭ নিয়ে আলোচনা হয়। বাজেটে ২০৪৭ সাল পর্যন্ত ভারতকে উন্নত দেশে পরিণত করার উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে ।