Country

9 months ago

Rajasthan News:রাজস্থানের চুরুতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির; মৃত্যু ৫ পুলিশ কর্মীর, আহত দু''জন

A car hit a parked truck in Churu, Rajasthan
A car hit a parked truck in Churu, Rajasthan

 

চুরু, ১৯ নভেম্বর : রাজস্থানের চুরু জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল পুলিশের একটি গাড়ি। ভয়াবহ সি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ পুলিশ কর্মীর, এছাড়াও দু''জন গুরুতর আহত হয়েছেন। চুরুর পুলিশ সুপার প্রবীণ নায়েক বলেছেন, রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে সুজনগড় সদর থানা এলাকায়। নির্বাচনের মিটিংয়ে যোগ দিতে তারানগর যাচ্ছিলেন পুলিশ কর্মীরা।

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পুলিশের গাড়ি ধাক্কা মারলে মৃত্যু হয় ৫ পুলিশ কর্মীর, এছাড়াও দু''জন কমবেশি আহত হয়েছেন। নিহত পুলিশ কর্মীরা হলেন-এএসআই রামচন্দ্র, কনস্টেবল কুম্ভরাম, সুরেশ মীনা, থানারাম ও মহেন্দ্র।


You might also like!