দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের ভারতের বিদেশ মন্ত্রকে এক বাঙালি এলেন অরিন্দম বাগচীর পর। গত শনিবার ক্যাবিনেটের নিযুক্তি সমিতি নতুন দুই সচিবকে নির্বাচিত করে। তাঁরা হলেন জয়দীপ মজুমদার এবং পবন কপুর। জয়দীপ মজুমদারকে সচিব (পূর্ব) এবং পবন কুমারকে সচিব (পশ্চিম) পদে নিযুক্ত করা হয়েছে।
বাঙালি জয়দীপ মজুমদার বর্তমানে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনাতে ভারতীয় দূতাবাসে চিফ অফ প্রোটোকল হিসেবে নিযুক্ত। ২০১৪ সাল থেকে তিনি এই পদে রয়েছেন। ন'বছর ন'মাসের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জয়দীপ মজুমদার ১৯৮৯ ব্যাচের IFS। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জয়দীপকে সৌরভ কুমারের স্থানে নিয়ে আসা হচ্ছে। জয়দীপ মজুমদার অসমের গুয়াহাটির বাসিন্দা বলে জানা যাচ্ছে। তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন।