Country

6 months ago

Navratri : নবরাত্রির প্রথম দিনে পুণ্যার্থীদের ঢল বৈষ্ণোদেবী মন্দিরে, পবিত্ৰক্ষণে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Navratri Celebration at Baishnodevi

 


জম্মু ও নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : পবিত্র নবরাত্রির প্রথম দিনে জম্মু-কাশ্মীরের কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দিরে ঢল নামল পুণ্যার্থীদের। সোমবার বিপুল সংখ্যক পুণ্যার্থীদের ভিড়ে উপচে পড়ে বৈষ্ণোদেবী মন্দির চত্বর। সকাল থেকেই মন্দিরের উদ্দেশে রওনা হন বিপুল সংখ্যক ভক্তরা। মন্দিরে পৌঁছনোর পর পূজার্চনা করেন পুণ্যার্থীরা।

নবরাত্রির পবিত্ৰক্ষণে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, "শক্তির আরাধনার মহাপর্ব নবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে জানাই শুভেচ্ছা। আস্থা ও বিশ্বাসের এই শুভ উপলক্ষ সকলের জীবনে নতুন শক্তি ও নতুন উদ্যম সঞ্চার করুক। জয় মাতা দি!" প্রধানমন্ত্রী এদিন টুইটে আরও লিখেছেন, "আজ থেকে শৈলপুত্রীর পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে নবরাত্রি। তাঁর কৃপায় সকলের জীবন সুখ, সৌভাগ্য ও স্বাস্থ্যে ভরে উঠুক এই কামনা করছি।"

You might also like!