Country

1 week ago

Horrible accident in Haryana's Jind:হরিয়ানার জিন্দে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৮, ট্রাক ও গাড়ির সংঘর্ষে আহত ১০

Horrible accident in Haryana's Jind
Horrible accident in Haryana's Jind

 

জিন্দ, ৩ সেপ্টেম্বর : হরিয়ানার জিন্দ জেলায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পিকআপ গাড়িতে চেপে গোগামেডি যাচ্ছিলেন পুণ্যার্থীরা, ওই পিকআপ গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল, সেই গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। সোমবার মধ্যরাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে হিসার জাতীয় সড়কের বিধরানা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টাটা ম্যাজিক গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। সদর নারওয়ানার এসএইচও ইন্সপেক্টর কুলদীপ জানিয়েছেন, আহতদের হিসারের জিন্দ ও আগরোহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। পুলিশ ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে। তবে এই ঘটনার পর থেকেই পলাতক ট্রাকটির চালক।

You might also like!