Country 6 months ago

7 Died in Haryana during Ganesh immersion : হরিয়ানায় গণেশ বিসর্জনের সময় জলে ডুবে মৃত্যু ৭ জনের, শুধু মহেন্দ্রগড়েই মৃত ৪

7 Died in Haryana during Ganesh immersion

 

চন্ডীগড়, ১০ সেপ্টেম্বর : হরিয়ানার মহেন্দ্রগড় ও সোনিপতে গণেশ বিসর্জনের সময় জলে ডুবে প্রাণ হারিয়েছেন ৭ জন। শুধুমাত্র মহেন্দ্রগড়েই ৪ জনের মৃত্যু হয়েছে ও ৩ জনের মৃত্যু হয়েছে সোনিপতে। গণেশ বিসর্জনের সময় জলে ডুবে ৭ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। পুলিশ জানিয়েছে, মহেন্দ্রগড়ের ঝাগাডোলি গ্রামের একটি খালের কাছে গণেশ মূর্তি বিসর্জনের জন্য গিয়েছিলেন ২০-২২ জন। আচমকাই তাঁদের মধ্যে কয়েকজন ডুবে যান। মহেন্দ্রগড়ের ডিসি জে কে আভির জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে ও ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর বিয়োগান্তক ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপত জেলায়। গঙ্গায় ভগবান গণেশের মূর্তি বিসর্জন করতে গিয়েছিল বেশ কয়েকজন। তাঁদের মধ্যে দু'টি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে উন্নাওয়ের একটি হাসপাতালে। কোতোয়ালি সফিপুর এলাকায় গঙ্গায় গণেশ মূর্তি বিসর্জনের জন্য গিয়েছিলেন সকলে, সেই সময় এই ঘটনা ঘটে। ৭ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

You might also like!