নৈনিতাল, ১৭ নভেম্বর : উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও দু''জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নৈনিতাল জেলার ওখালকান্দের হীরকান-রিথসাহিব মোটর রোডে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে হীরকান-রিথসাহিব মোটর রোড থেকে একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়িতে থাকা ৭ জনের এবং দু''জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।