দেহরাদূন, ২৯ আগস্ট : দেবভূমি উত্তরাখণ্ডে বিগত ২৪ ঘন্টায় বৃষ্টিজনিত কারণে প্রাণ হারালেন ৬ জন। রবিবার রাতে দেহরাদূনের রাজপুর এলাকায় একটি বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের। নৈনিতালের হলদওয়ানি এলাকায় গৌলা নদীতে ডুবে মৃত্যু হয়েছে ৩ জনের। বৃষ্টির দুর্যোগের কারণে নৈনিতালে সোমবার বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল।
প্রবল বর্ষণের জেরে রবিবার রাতে দেহরাদূনের রাজপুর এলাকায় ভেঙে পড়ে একটি বাড়ি। ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে দুই মহিলা ও একটি শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে প্রবল বর্ষণে দেহরাদূন-থানো সড়কে সাউং নদীর জলস্তর বেড়েছে। দেহরাদূন জেলা শাসক সোনিকা এদিন আবহাওয়া দফতরের আবহাওয়া সতর্কতা এবং অবিরাম ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে মুসৌরি এলাকার স্কুলগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছেন৷ নৈনিতালেও এদিন বন্ধ রাখা হয়েছে স্কুল।