Country 6 months ago

Gujrat Road Accident : গুজরাটের আরাবল্লীতে গাড়ির চাকায় পিষে মৃত ৬, আহত কমপক্ষে ৭ জন

6 people died, 7 injured in accident

 

আরাবল্লী, ২ সেপ্টেম্বর : গুজরাটের আরাবল্লী জেলায় বেপরোয়া গাড়ির চাকায় পিষে প্রাণ হারালেন মোট ৬ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সকলে আম্বাজি দর্শন করতে যাচ্ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৪ জন পায়ে হেঁটে আম্বাজি দর্শনে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে।

গাড়ির ধাক্কায় ও চাকায় পিষে মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। হতাহতরা সকলেই আম্বাজি মন্দিরে পূজার্চনা করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

You might also like!