Country

9 months ago

Ambala Death Case : আম্বালায় একই পরিবারের ৬ সদস্যের রহস্য-মৃত্যু, তদন্ত শুরু পুলিশের

6 of a family found dead in ambala
6 of a family found dead in ambala

 

আম্বালা, ২৬ আগস্ট : হরিয়ানার আম্বালায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ জন সদস্যের। আম্বালার বালানা গ্রামের ঘটনা। মৃতদের নাম-সঙ্গত রাম, তাঁর স্ত্রী মহিন্দর কৌর, ছেলে সুখবিন্দর সিং, সুখবিন্দরের স্ত্রী রিনা, তাঁদের দুই সন্তান আশু ও জাস্সি। শুক্রবার ৬ জনের দেহ উদ্ধার করে আম্বালা শহরের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, সুখবিন্দরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাকিদের দেহ ঘর থেকেই উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিবারের সকলকে বিষ খাইয়ে মারার পর সুখবিন্দর নিজেও আত্মঘাতী হয়েছে। সুখবিন্দর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত। মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে আম্বালা পুলিশ। আম্বালার ডিএসপি যোগিন্দর শর্মা জানিয়েছেন, দুই শিশু-সহ একই পরিবারের ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তদন্ত চলছে।


You might also like!