ভদ্রদ্রি কোঠাগুডেম, ৫ সেপ্টেম্বর : তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুডেম জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৬ মাওবাদী। এছাড়াও এই গুলির লড়াইয়ে সুরক্ষা বাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভদ্রদ্রি কোঠাগুডেম জেলার সুপার রোহিত রাজ বলেছেন, বৃহস্পতিবার সকালে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে ৬ মাওবাদীকে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। তবে, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন সুরক্ষা বাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুন্ডালা এবং কারাকাগুদেম মন্ডলের মধ্যে নীলাদ্রিপেটের বনাঞ্চলে গ্রেহাউন্ডস বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়েছিল।