Country

10 months ago

Road Accident in J&K : জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, প্রাণ হারালেন কমপক্ষে ৬ জন

Road Accident in Jammu and Kashmir  (Symbolic Picture)
Road Accident in Jammu and Kashmir (Symbolic Picture)

 

শ্রীনগর, ১৫ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন যাত্রীর। এছাড়াও আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ডোডা জেলার আসার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ১২ বলে জানা যাচ্ছে। সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

You might also like!