Country

8 months ago

Two car collision on Delhi-Lucknow highway:দিল্লি-লখনউ হাইওয়েতে দু''টি গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের

Two car collision on Delhi-Lucknow highway
Two car collision on Delhi-Lucknow highway

 

হাপুর, ১৪ মে : উত্তর প্রদেশের হাপুর জেলায় দিল্লি-লখনউ হাইওয়েতে দু''টি গাড়ির সংঘর্ষে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। হাপুর জেলার গড়-কোতোয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। হাপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাজকুমার আগরওয়াল বলেছেন, "দিল্লি-লখনউ হাইওয়েতে দু''টি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের।"

মঙ্গলবার সকালে গড়মুক্তেশ্বর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ সুজিত বলেছেন, "প্রথমে দু''টি, তারপর ৪টি মরদেহ নিয়ে আসা হয় হাসপাতালে। মোট ৬ জনের মৃত্যু হয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"


You might also like!