Country

2 weeks ago

Gujarat: গুজরাটের ভারুচে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত ৪ জন

Truck and van collide in Gujarat's Bharuch
Truck and van collide in Gujarat's Bharuch

 

ভারুচ, ১৯ নভেম্বর : গুজরাটের ভারুচ জেলায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। মৃত ৬ জনের মধ্যে ৩টি শিশু রয়েছে। জাম্বুসার থানার ইন্সপেক্টর এ ভি পানামিয়া জানিয়েছেন, সোমবার রাত ১১টা নাগাদ মগনাদ গ্রামের কাছে জাম্বুসার-আমোদ সড়কে দুর্ঘটনাটি ঘটেছে, ভ্যানে চেপে ভেদাচ গ্রাম থেকে মোট ১০ জন শুক্লাতীর্থের দিকে যাচ্ছিলেন।

যাত্রী বোঝাই ভ্যানটি মগনাদ গ্রামের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে, ৬ জন দুর্ঘটনাস্থলে মারা যান। ৪ জনকে গুরুতর আহত অবস্থায় জাম্বুসারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম জয়দেব গোহিল (২৩), সরস্বতী গোহিল (২১), হংস যাদব (৩৫), সন্ধ্যা যাদব (১১), বিবেক গোহিল (১৬) এবং কীর্তি গোহিল (৬)৷ ট্রাক চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।


You might also like!