ভরতপুর, ১১ সেপ্টেম্বর : রাজস্থানের ভরতপুর জেলায় যাত্রীবোঝাই গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। স্টেশন হাউস অফিসার বানে সিং বলেছেন, হতাহতরা সিকার জেলার খাটু শ্যামজি মন্দির থেকে ঢোলপুর জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন, সেই সময় রবিবার গভীর রাত একটা দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃতদের নাম-হরেন্দ্র সিং (৩২), তাঁর স্ত্রী মমতা (৩০), তাঁদের মেয়ে জাহ্নবী (৬), মমতার বোন সুধা (৩৫), তাঁর স্বামী সন্তোষ (৩৭) এবং তাঁদের ছেলে অনুজ (৫)।
দুর্ঘটনাস্থলে দু'টি ষাঁড়ও মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ষাঁড় দু'টি রাস্তায় মারামারি করায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি ধাতুর স্তূপে পরিণত হয়। দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হলেও, দুই নাবালক অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।