Country

8 months ago

৫জি পরিষেবা বিশ্বকে বদলে দেবে, বারাণসীতে বললেন মুখ্যমন্ত্রী যোগী

৫জি পরিষেবা বিশ্বকে বদলে দেবে, বারাণসীতে বললেন মুখ্যমন্ত্রী যোগী
৫জি পরিষেবা বিশ্বকে বদলে দেবে, বারাণসীতে বললেন মুখ্যমন্ত্রী যোগী

 

বারাণসী, ১ অক্টোবর : শনিবার থেকে দেশে ৫জি মোবাইল পরিষেবা শুরু হয়েছে। জাতীয় রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় মোবাইল কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫জি পরিষেবা চালু করেছেন। দুটি বড় মোবাইল কোম্পানি ৫জি পরিষেবা চালু করেছে। এয়ারটেল বারাণসীতে ৫জি এবং জিও আহমেদাবাদের একটি গ্রাম থেকে শুরু করেছে। বারাণসীর সিগ্রায় রুদ্রাক্ষ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠান থেকে বারাণসীর সঙ্গে ভার্চুয়াল যুক্ত হন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।রুদ্রাক্ষ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ভারতীয় টেলিযোগাযোগ বিভাগের ৫জি পরিষেবা চালু করার উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ৫জি পরিষেবা বিশ্বকে বদলে দেবে। আমরা প্রযুক্তির সাথে আরও শক্তিশালী হতে যাচ্ছি। লখনউ সহ দেশের ১৩টি শহর আজ থেকে ৫জি পরিষেবা পেতে চলেছে।এর আগে এদিন সকালে পুলিশ লাইন্স মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে নামেন। এখান থেকে মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছেন সার্কিট হাউস থেকে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে। প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে ভার্চুয়াল যুক্ত হন মুখ্যমন্ত্রী। ভারতের টেলিযোগাযোগ বিভাগের ৫জি পরিষেবার লঞ্চ অনুষ্ঠানের দুর্দান্ত মুহূর্তও বারাণসী প্রত্যক্ষ করেছে। প্রধানমন্ত্রী মোদী ৫জি পরিষেবা চালু করেছেন। প্রথম পর্যায়ে, এটি ১৩টি শহরে চালু করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, গুরুগ্রাম, হায়দরাবাদ, বারাণসী এবং আহমেদাবাদ। মোবাইল কোম্পানিগুলো জানিয়েছে, আগামী ২ বছরের মধ্যে সারা দেশে এই সেবা চালু করা হবে। দেশে ৫জি নেটওয়ার্ক সেবা চালু হওয়ায় দেশে আরেকটি যোগাযোগ বিপ্লব ঘটেছে।

You might also like!