চেন্নাই, ২৭ আগস্ট : জয়ললিতার মৃত্যু স্বাভাবিক কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। ছিল অনেক অভিযোগও। গঠিত হয়েছিল তদন্ত কমিশন। শনিবার সেই তদন্ত কমিশন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাছে ৫৯০-পাতার একটি রিপোর্ট জমা দিয়েছে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু-তদন্তের জন্য নিযুক্ত করা হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি অরুমুঘস্বামী কমিশন। সেই কমিশন এদিন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাছে ৫৯০ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অরুমুঘস্বামী জানিয়েছেন, "১৫৮ জন সাক্ষী ও আবেদনকারীর বক্তব্য খুঁটিয়ে দেখা হয়েছে। তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের। অ্যাপোলো হাসপাতাল এবং শশিকলা তদন্তে ভাল সহযোগিতা করেছে।" উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয়েছিল জয়ললিতার। অসুস্থতার সময় থেকে মৃত্যু পর্যন্ত জয়ললিতার দেখভালের গোটা নিয়ন্ত্রণ ছিল শশিকলা নটরাজনের হাতে। অভিযোগ, দলেরও অন্য কাউকে ওই সময় জয়ললিতার কাছাকাছি ঘেঁষতে দেননি তিনি। জয়ললিতার মৃত্যু ঘিরে প্রথম থেকেই উঠতে থাকে নানা প্রশ্ন।