Country

2 weeks ago

Drugs recovered in Shimla: শিমলায় গাড়ি থেকে উদ্ধার ৫৪ গ্রাম মাদক, দম্পতি–সহ গ্রেফতার ৩

Drugs recovered from car in Shimla
Drugs recovered from car in Shimla

 

শিমলা, ৯ এপ্রিল : হিমাচল প্রদেশের শিমলা জেলায় মাদকবিরোধী অভিযানের মাঝেও মাদক পাচারের ঘটনা থামছে না। মঙ্গলবার গভীর রাতে কোঠখাই থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে হুল্লী ব্রিজে একটি গাড়ি থেকে ৫৪.৪২০ গ্রাম হেরোইন উদ্ধার করে। গাড়িতে থাকা এক দম্পতি ও আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার এক পুলিশ আধিকারিক জানান , ধৃতদের সঙ্গে গাড়িতে একটি ছোট শিশুও ছিল। পুলিশের অনুমান, শিশুকে সঙ্গে রাখার পেছনে উদ্দেশ্য ছিল সন্দেহ এড়ানো। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা উত্তর ভারতের বিভিন্ন স্থান থেকে হেরোইন এনে হিমাচলের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!