Country

1 week ago

Car accident at Giridih : ঝাড়খণ্ডের গিরিডিহতে গাছে গাড়ির ধাক্কায় মৃত্যু ৫ জনের, গুরুতর আহত দু'জন

Car accident
Car accident

 

গিরিডিহ, ১৮ নভেম্বর : ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু'জন। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে গিরিডিহর বাঘমারা এলাকায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গিরিডিহ জেলার মুফাস্সিল থানার স্টেশন ইনচার্জ কমলেশ পাসওয়ান বলেছেন, হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নিহতদের মধ্যে চারজন গজোডিহ ও একজন চারঘরা গ্রামের বাসিন্দা।


পুলিশ জানিয়েছে, স্করপিও গাড়িতে চেপে বিরনি থানা এলাকার থোরিয়া থেকে টিকোডিহ গ্রামে গিয়েছিলেন সবাই। রাতের খাবার খাওয়ার পর গাড়িতে চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায় তাঁদের গাড়ি। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে সবাইকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, ৫ জনের মৃত্যু হয়েছে ও দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!