Country 5 months ago

৫ অক্টোবর হিমাচলে সফর প্রধানমন্ত্রীর, বিলাসপুর ও কুল্লুতে রয়েছে কর্মসূচি

Narendra Modi

 


নয়াদিল্লি, ৪ অক্টোবর : আগামী ৫ অক্টোবর হিমাচল প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশের বিলাসপুর ও কুল্লুতে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ৫ অক্টোবর, বুধবার এইমস বিলাসপুরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কুল্লুতে দশেরা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। হিমাচল প্রদেশে ৩,৬৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

বুধবার এইমস বিলাসপুরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ২০১৭ অক্টোবর এই হাসপাতালের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই। এক হাজার ৪৭০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই এইমস-এ ১৮টি বিশেষত্ব এবং ১৭টি সুপার স্পেশালিটি বিভাগ রয়েছে। হাসপাতালটিতে প্রতি বছর এমবিবিএস কোর্সের জন্য প্রায় ১০০ শিক্ষার্থী এবং নার্সিং কোর্সের জন্য ৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।


You might also like!