Country

3 weeks ago

Firozabad: ফিরোজাবাদে বাজির ফ্যাক্টরিতে বিস্ফোরণে মৃত্যু ৫ জনের, আহত কমপক্ষে ১১ জন

Firozabad
Firozabad

 

ফিরোজাবাদ, ১৭ সেপ্টেম্বর: উত্তর প্রদেশের ফিরোজাবাদে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ জন। মৃত ৫ জনের মধ্যে দু'টি শিশু। সোমবার এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের শিকোহাবাদ থানা এলাকার অন্তর্গত নৌশেরা গ্রামে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার সকালেও ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল। এই বিস্ফোরণে মৃতদের পরিবারবর্গকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।


বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, সংলগ্ন একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। কী ভাবে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। তবে ওই কারখানার একটি ঘরে প্রচুর পরিমাণে বাজি মজুত করে রাখা ছিল। সেখান থেকেই কোনও ভাবে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান।


উত্তর প্রদেশ পুলিশের আগ্রা রেঞ্জের আইজি দীপক কুমার জানিয়েছেন, শিকোহাবাদ থানা এলাকায় একটি বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুত করে রাখা ছিল। সেখানে বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, “বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের একটি বাড়ির ছাদ ভেঙে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে পুলিশ ১০ জনের বেশি লোকজনকে উদ্ধার করেছিল। তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারকাজ এখনও চলছে।”

You might also like!