কুরুক্ষেত্র, ১৫ নভেম্বর: হরিয়ানার কুরুক্ষেত্র জেলায় দু'টি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কুরুক্ষেত্র জেলার টিকরি গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, ডিভাইডারে ধাক্কা মারার পর একটি গাড়ি ধাক্কা মারে অপর একটি গাড়িতে। তাতেই ৫ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ স্টেশন ইনচার্জ মনীশ কুমার বলেছেন, খবর পাওয়া মাত্রই আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে যাই। গাড়ি কেটে সকলকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা, ৩ জনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, পেহোয়ার দিক থেকে আসা গাড়ির চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপরে রাস্তার অপর পাশ থেকে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে ধাক্কা মারে।