Country

2 weeks ago

Road Accident In Aligarh:আলিগড়ে ট্রাক ও ডাবল ডেকার বাসের সংঘর্ষে মৃত ৫, আহত ১৫ জন

A collision between a truck and a double decker bus in Uttar Pradesh's Aligarh
A collision between a truck and a double decker bus in Uttar Pradesh's Aligarh

 

আলিগড়, ২১ নভেম্বর : উত্তর প্রদেশের আলিগড়ে ট্রাক ও ডাবল ডেকার বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে আলিগড়ের টাপ্পাল থানা এলাকায়। সিও খাইর বরুণ কুমার জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি দিল্লি থেকে আজমগড়ের দিকে যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৫ মাসের একটি শিশু ও এক মহিলা রয়েছেন। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে আলিগড়ের যমুনা এক্সপ্রেসওয়েতে। বাসটি দিল্লি থেকে আজমগড়ের দিকে যাচ্ছিল, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৫ জনের এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ মাসের শিশুকন্যা, ৫ মাসের শিশু, ৩ মহিলা এবং ৯ জন পুরুষ রয়েছেন।

You might also like!