Country

2 months ago

Earthquake: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৪.০ মাত্রার ভূমিকম্প

earthquake
earthquake

 

গোয়ালিয়র (মধ্যপ্রদেশ), ২৪ মার্চ  : শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্যপ্রদেশের গোয়ালিয়র। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০:৩১ মিনিটে গোয়ালিয়রে আঘাত হানে।

এর আগে, এনসিএস আরও জানিয়েছে, রিখটার স্কেলে একটি ভূমিকম্প মণিপুরের মইরাংকে আঘাত করেছে। সকাল ৮টা ৫২ মিনিটে মইরাং-এ ভূমিকম্প হয়।

প্রসঙ্গত, মঙ্গলবারের আগে দিল্লি এবং এর আশেপাশের অঞ্চলগুলি সহ উত্তর ভারতের লোকেরা সন্ধ্যায় ভূমিকম্পের কম্পন অনুভব করেছিল এবং অনেক লোক সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে খোলা জায়গায় এসেছিল। কম্পনের পরে, দিল্লি ফায়ার সার্ভিস জামিয়া নগর, কালকাজি এলাকা এবং শাহদারা এলাকার ভবনগুলিতে ফাটল দেখা দেওয়ার বিষয়ে খবর পেয়েছিল। ফায়ার সার্ভিসের টিম পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায়।

You might also like!