নয়ডা, ২০ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ২১-এ জল বায়ু বিহার সোসাইটির সীমানা প্রাচীর ভেঙে প্রাণ হারালেন ৪ জন। জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে দু'জনের ও কৈলাশ হাসপাতালে প্রাণ হারিয়েছেন দু'জন। মঙ্গলবার সকালে নয়ডার সেক্টর ২১-এ জল বায়ু বিহার সোসাইটির সীমানা প্রাচীর ভেঙে পড়ে। দেওয়ালের নীচে চাপা পড়ে যান কয়েকজন। পুলিশ ও দমকলের সহায়তায় চলে উদ্ধারকাজ।
ভেঙে পড়া দেওয়ালের নীচ থেকে ৪ জনকে উদ্ধার করে পৃথক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। জেলাশাসক সুহাস এল ওয়াই জানিয়েছেন, জেলা হাসপাতালে দু'জন ও কৈলাশ হাসপাতালে দু'জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। আরও বেশ কয়েকজন সম্ভবত চাপা পড়ে রয়েছেন। চলছে উদ্ধারকাজ।
দেওয়াল ভেঙে ৪ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছতে এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।