দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- জম্মু ও কাশ্মীরের বাদগামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ায় মৃত্যু হল ৪ বিএসএফ জওয়ানের। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ২৮ জন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ৫২ আসনের বাসটি একটি কনভয়ের মধ্যে ছিল। কনভয়ে আরও ৬টি বাস ছিল। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৩৬ জন বিএসএফ জওয়ান ছিলেন। দুর্ঘটনার আগে বাসটি ব্রেল গ্রামের কাছ দিয়ে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারান বাসটির চালক। রাস্তা থেকে গড়িয়ে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনার সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিএসএফ জওয়ানদের কাশ্মীরে দ্বিতীয় দফার নির্বাচনে মোতায়েন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে, উদ্ধারের পর জখম জওয়ানদের হাসপাতালে রেখে চিকিৎসা চলছে।