Country

1 year ago

Road Accident in Bangaluru : বেঙ্গালুরুতে তিনটি মোটরবাইকে ধাক্কা এসইউভির, আহত ৪ জন; তামিলনাড়ুতে দুর্ঘটনায় মৃত ৪

Road Accident in Bangaluru (Symbolic Picture)
Road Accident in Bangaluru (Symbolic Picture)

 

বেঙ্গালুরু, ১৩ নভেম্বর : বেঙ্গালুরুতে এসইউভি গাড়ির দৌরাত্ম্য গুরুতর আহত করল ৪ জনকে। সোমবার সকালে বেঙ্গালুরুর হুলিমাভুর কাছে একটি এসইউভি গাড়ি বেপরোয়া গতিতে ছুটে আসে, গাড়িটি পরপর তিনটি মোটরবাইককে ধাক্কা মারে, এই দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই গরুটি পালানোরও চেষ্টা করে, তখন ছুটে আসেন আশেপাশে থাকা মানুষজন। পুলিশ গাড়ির চালকের নামে মামলা রুজু করেছে।

অন্যদিকে, তামিলনাড়ুর সোমবার ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। পুলিশ জানিয়েছে, ইরোড জেলার সত্যমঙ্গলমের কাছে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি, সংঘর্ষের অভিঘাতে গাড়িটি তুবড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের ও একজন আহত হয়েছেন।

You might also like!