Country

1 month ago

Accident in Kashmir: জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪, আহত ১৩ জন

Kashmir accident
Kashmir accident

 

শ্রীনগর, ৫ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। বুধবার সন্ধ্যায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে একটি নির্মীয়মান বিদ্যুৎ প্রকল্প কোম্পানির কর্মীরা ছিলেন।

পুলিশ জানিয়েছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি দাছন এলাকার ট্রিথাল নালার কাছে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই দু'জন মারা যান, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু'জন মারা যান। আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


You might also like!