Country

7 months ago

Another explosion-fire at a chemical factory in Maharashtra:আরও ৩টি দেহ উদ্ধার, থানের ডোম্বিবলিতে কারখানায় আগুনে মৃত্যু বেড়ে ১০

Another explosion-fire at a chemical factory in Maharashtra
Another explosion-fire at a chemical factory in Maharashtra

 

থানে, ২৪ মে : মহারাষ্ট্রে আবারও রাসায়নিক কারখানায় বিস্ফোরণ-আগুন ও মৃত্যু! এক মাসের ব্যবধানে। জলগাঁওয়ের পরে এ বার থানেতে। থানের ডোম্বিবলিতে কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ১০ জনের, শুক্রবার সকালেই উদ্ধার হয়েছে আরও ৩টি দেহ। বৃহস্পতিবার দুপুরে থানের ডোম্বিবলি এলাকায় ওই রাসায়নিক কারখানায় বিস্ফোরণ হয়, বয়লারে বিস্ফোরণে বিধ্বংসী রূপ নেয় আগুন।

জ্বলন্ত কারখানার মধ্যে অনেকে আটকে পড়েন, বহু মানুষকে উদ্ধার করা হয়। অনেকে আহত হন। দমকলের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। শুক্রবার সকালেও কুলিং অপারেশন চলতে থাকে। এরইমধ্যে শুক্রবার সকালে আরও ৩টি দেহ উদ্ধার হয়। এরপর ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।


You might also like!