Country

1 year ago

3 laskar Terrorist got arrested: কাশ্মীরে গ্রেপ্তার ৩ লস্কর জঙ্গি

3 laskar Terrorist got arrested
3 laskar Terrorist got arrested

 

জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার লস্কর-ই-তইবার তিন জঙ্গি। এর ফলে উপত্যকায় পাকিস্তানের মদতপুষ্ট জেহাদি নেটওয়ার্ক বড়সড় ধাক্কা খেয়েছে বলেই মনে করছে নিরাপত্তা সংস্থাগুলি। শুক্রবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সপোর থেকে তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান চালায় কাশ্মীর পুলিশ, ২২ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ। ধৃত জঙ্গিদের নাম হচ্ছে–শারিক আশরফ, সাকলেন মুস্তাক, তৌকিফ হাসান শেখ। তাদের কাছ থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড, পাকিস্তানের পতাকা ও জেহাদি পোস্টার উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও পরিযায়ী শ্রমিকদের উপর হামলার পরিকল্পনা ছিল ধৃত লস্কর জঙ্গিদের। এছাড়া, পাকিস্তান থেকে আসা জেহাদিদের লুকিতে রাখার কাজও করত তারা বলে সূত্রের খবর।

You might also like!